দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় এমপি আ.কা.ম. সরওয়ার জাহান বাদশা’র পিতা, কৃতি সন্তান জেলা স্কাউটের অন্যতম প্রাণ-পুরুষ, মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী, সমাজ সংস্কারক, সাবেক থানা অফিসার, বিশিষ্ট শিক্ষাবিদ, আলোর ফেরিওয়ালা, ফিলিপ নগর মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক,মরহুম আলহাজ্ব শাহ্জাহান এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আ.কা.ম. সরওয়ার জাহান বাদশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহাম্মেদ মামুন, বিশেষ অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দ্দার আবু সালেক, মোঃ সাদেকুজ্জামান সুমন, দৌলতখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিমজিবার রহমান, অনুষ্ঠান শেষে দুস্থদের মধ্যে খাবার দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।