দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে উচ্চমুল্যে সার বিক্রয় করার দায়ে এক সার বিক্রেতার এক লক্ষ টাকা জরিমানা ও ৬ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অতিরিক্ত সার মজুত করায় ঐ বিক্রেতার সারের দোকান উপজেলা কৃষি কর্মকর্তার তত্বাবধায়নে বাজার মুল্যে বিক্রয় করার নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ছোট বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার। ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, আদাবাড়িয়া ছোট বাজারের খুচরা সার ব্যবসায়ী জিয়ারুল ইসলাম উচ্চমুল্যে রাসায়নিক সার বিক্রয় করছেন এমন খবর পেয়ে ভ্রাম্যমান আদালত সেখানে তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান। এবং কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯ (১) এর ড ধারা লংঘনের দায়ে সার বিক্রেতার ১ লক্ষ টাকা অর্থদন্ড ও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এবং অতিরিক্ত সার মজুদের কারণে তার গুদামটিতে মজুত করা প্রায় ৪ হাজার বস্তা সার উপজেলা কৃষি কর্মকর্তার তত্বাবধায়নে বাজার মুল্যে বিক্রয় করার নির্দেশনা দেয় ভ্রাম্যমান আদালত।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি