খন্দকার জালাল উদ্দীন : জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, সাবেক খাদ্য প্রতিমন্ত্রী,কুষ্টিয়া -১ আসনে ২ বার নির্বাচিত সংসদ সদস্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য,কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। মরহুম কোরবান আলী’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে আল্লারদর্গা পার্টি অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ২০১৬ সালের ২ আগস্ট ঢাকার ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে তিনি সততা,নিষ্ঠা ও দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন। প্রয়াত প্রতিমন্ত্রী কোরবান আলী ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রয়াত কোরবান আলীর রুহের মাগফেরাত কামনায় জেলা জাতীয় পার্টির উদ্েযাগে এক আলোচনা সভা ও দৌলতপুর উপজেলার আল্লারদর্গাস্থ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তাঁর একমাত্র পুত্র কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল। তিনি সকলের কাছে বাবার জন্য দোয়া কামনা করেন। প্রতিমন্ত্রী কোরবান আলী ১৪ ফেব্রুয়ারি ১৯৪৪ সালে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মধুগাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আমৃত্যু জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।