দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর আইন শৃংখলার চরম অবনতি মাদক ব্যবসা জোরদার গরু চুরির হিড়িক চলছে।
উপজেলার সদর ইউনিনের দৌলতখালী গ্রামের গোডাউন বাজার নামক স্থানে সুকুরের ছেলে জাহাঙ্গীরের লক্ষাধীক টাকা দামের গরু চুরি হয়েছে বলে জানান এলাকাবাসী। এ ছাড়া প্রত্যেক গ্রামে বিভিন্ন প্রকার মাদক সেবন ও বিক্রেতা অবাধে চালাচ্ছে মাদকের ব্যবসা। এ বিষয়ে চাষী জাহাঙ্গীর বলেন, প্রতিদিনের ন্যয় বুধবার রাতে গরুকে খাবার খাওয়ায়ে ঘরে বেধে রাখি। রাত ১২ টার দিকে আমরা বাড়ির লোকজন ঘুমাতে যায়। রাত অনুমানিক ১টার পরে উঠে দেখি গোয়াল ঘরে গরু নাই। আমার অনেক কষ্টে কিনে এনেছিলাম, গরুটার দাম এখন প্রায় ১ লক্ষ টাকা। আমার গরুটা চুরি হওয়াতে আমি অনেকটা পথে বসার মত। এদিকে সচেতন মানুষের দাবি দৌলতপুরে প্রায় ২ থেকে তিন বছর গরু সহ উল্লেখযোগ্য কোন চুরি সংঘটিত হয় নাই। কিন্তু প্রায় ২ মাস মত দেখছি প্রায় এলাকাতে গরু সহ দোকানপাটে চুরি সংঘটিত হচ্ছে, মাদকের ব্যবসা অবাধে চলছে। আমরা কৃষকের সন্তান আমরা চাই গরু সহ সকল চুরি বন্ধে কাজ করবে প্রশাসন। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশ জানায়, চুরির বিষয়ে আমাদের কেউ কোন তথ্য দেয় নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি