দৌলতপুর প্রতিনিধি :কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন মাহাজের পাড়া মাঠ থেকে ৪ শত বতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ'র নেতৃত্বে এস আই সেলিম রেজা, এস আই মেহেদী হাসান, এস আই বিশ্বজিত, এস আই কাউসার আলম, এস আই সাব্বির আহমেদ, এ এস আই আলমগীর, এ এস আই হুমায়ন, কং জামিরুল, মনিঠাকুর,খালিদ,মোতালেব সহ সঙ্গীয় অফিসার নিয়ে অভিযান পরিচালনা করিলে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার হয়।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ বললেন শনিবার রাত অনুমানিক ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, প্রাগপুর গ্রামের মাহাজের পাড়ার মাঠের মাঝ দিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা মাদক ব্যবসায়ীরা পাচারের জন্য নিয়ে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে, সঙ্গীয় অফিসার নিয়ে অভিযান পরিচালনা করিলে। মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। এ সময় পুলিশের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তাদের উপস্থিত ৪ শত বতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইলে মামলা হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি