দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে শারীরিক প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার, দুঃস্থ অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের অর্থায়নে এ সকল সামগ্রী বিতরণ করা হয়।
দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউ,এন,ও মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সকল সামগ্রী বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: এজাজ আহমেদ মামুন, এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরদার আবু সালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আসমত আলী মাষ্টার, কৃষকলীগ নেতা শরীফ উদ্দিন, সংস্কৃতিজন ফরিদুল ইসলাম প্রমুখ। ১৮জন দুঃস্থ অসহায় মহিলাদের সেলাই মেশিন, ১৮জন শারীরিক প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার ও উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি