দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আল্লারদর্গা মাষ্টারপাড়া গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে দূবৃত্তরা। জানাগেছে এলাকার হুরমত শেখের বাড়ীতে বুধবার দিবাগত রাত আনুমান ১টার দিকে, কে বা কারা তাদের শয়ন কক্ষের জানালায় পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন জানালা থেকে তাদের বিছানা পুড়তে শুরু করলে, টের পেয়ে চিৎকার করলে, আশেপাশের লোকজনের সহযোগিতায় নিভিয়ে ফেলতে সক্ষম হয়। তবে বড় কোন ক্ষতি হয়নি।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি