দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা ৫ দিনে উদ্ধার না হওয়ায় পরিবার শংকিত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর পি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৫ দিনে উদ্ধার না হওয়ায় পরিবার চরমভাবে শংকিত বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা যায়, গত ৮/৮/২২ ইং তারিখে শনিবার সকাল ১০ টাই পাশ্ববর্তী সিরাজ নগর গ্রামের বারেকের ৮ম শ্রেনীর ছাত্রী রিনাত জাহান বাবলি (১৩) বাড়ি থেকে ফিলিপনগর ইউপির পি,এস,এস মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে ফিলিপনগর চর সাদীপুর গ্রামের ফরিদের লম্পট ছেলে প্রাইভেট শিক্ষক রকিবুর ইসলাম রকিব (৩২) ও শাকিল (২৮) সহ ৪/৫ জন রাস্তা থেকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন সংবাদ পেয়ে অনেক খোঁজ খুজি করে না পেয়ে পরের দিন সকালে মা আয়েশা আক্তার রিপা (৩২) নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় মামলার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ অজ্ঞাত কারণে নিরব ভূমিকা পালন করায় জনগনের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ৫ দিন অতিবাহিত হলেও অপহৃত ছাত্রী উদ্ধার না হওয়ায় পরিবার চরম শঙ্কিত হয়ে পড়েছে। এলাকাবাসী উদ্ধার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি