খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের পাশে মহিষাডেরা নামক স্থানে দফাদার ফিলিং ষ্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
১২ আগষ্ট শুক্রবার রাত ৮টার দিকে এ অগ্নিকান্ড ঘটে। জানাগেছে পাম্পের পাশে একটি রুমে সাহাজুল পিতা সাহাজদ্দীন (৩০) ও বিজয় (৩২) তেল নিতে যায়, তারা পাম্পের পশ্চিমে একটি রুমে (খোলা পাত্রে) দোকানে বিক্রির জন্য তেল পরিমাপ করতে গেলে অসাবধানতা বসত আগুন ধরে যায়,প্রায় ১৫ মিনিট আগুন জ্বলতে থাকে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ত্রণ করে। এতে তারা অগ্নিদগ্ধ হয়ে ঘটনা স্থলে মারা যায় ২ জন এবং পাম্প ষ্টাপ রাকিব (৩৫) নামে একজন আহত হয়, তাকে ঢাকা বার্ণ হাসপাতালে পাঠান হয়। নিহতদের বাড়ী দৌলতপুর উপজেলায় দিঘলকান্দি গ্রামে। ভেড়ামারা সার্কেল এ.এস.পি ইয়াছির আরাফাতের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। তবে মূল পাম্পের কোন ক্ষতি হয়নি। সাধারণ মানুষের প্রশ্ন তারা তেল নিতে গোপন কক্ষে গেল কেন?
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি