জহুরুল হক দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পেট্রোল পাম্পে আগুনে ঘটনায় দুজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়ে আহতদের কে ভেড়ামারা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে এ অগ্নিকান্ডের ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত ৮ টার দিকে উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পাম্পে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দুজন নিহত হয়েছেন, দগ্ধ হয়ে ৩ জন আহত হয়েছেন । নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার দিঘলকান্দি এলাকার সাহাজুদ্দিনের ছেলে সাহাজুল (৩০)। এবং একই গ্রামের তোহিদুল ইসলামের ছেলে বিজয় (২০)। নিহতদের লাশ উদ্ধার করে ভেড়ামারা থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা জানায়,নিহতরা ফিলিং ষ্টেশনের পিছনের একটি ঘরে ড্রামে মজুদ করা জ্বালানী তেল ক্রয় করতে এসেছিল। অসাবধানতার কারণে এ অগ্নিকান্ড ঘটে থাকতে পারে বলে তারা জানান।।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি