খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর সিমান্তে ১৫ ই আগষ্ট শোক দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও গরীব-দুস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরনের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )। বিজিবি'র কুষ্টিয়া সেক্টরের ৪৭ ব্যাটালিয়ন এই ক্যাম্পেইন ও ত্রান সামগ্রী বিতরনের আয়োজন করেন।
সোমবার ১৫ ই আগষ্ট বিকেল ৩ টায় উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ৩:৩০ সময় বিলগাতুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়।
মেডিক্যাল ক্যাম্পেইনে প্রায় ১০০-এর অধিক দুস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়, অপর দিকে ১০০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
আলাদা আলাদা ভাবে উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে : কর্নেল আরিফুল হক,পিএসসি, সহকারী পরিচিল( এডি ) মো: জিয়াউর রহমান। মেডিকেল ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার মেজর আরেফিন সালেহিন।
অধিনায়ক মহোদয় জানান - বিজিবি অসহায় মানুষের পাশে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে থাকে, যা অতীতেও ছিল এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষায় আপদকালিন সময়ে বিজিবি কে তথ্য দিয়ে ও পাশে থেকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
উভয় অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন --প্রাগপুর কোম্পানী কোমান্ডার সুবেদার বিদ্যুত।
উল্লেখ্য বিজিবি'র হেড কোয়ার্টারের নির্দেশনা মোতাবেক সাধ্যমত বাংলাদেশের বিভিন্ন স্থানে জনসাধারনের মাঝে বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি