দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় মহান স্বীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ, দৌলতপুর উপজেলা শাখা সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউ,এন,ও মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: এজাজ আহমেদ মামুন, আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আফরোজ শাহীন খসরু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তোহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরদার আবু সালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ারদার, দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান, মৎস কর্মকর্তা হোসেন আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আযম প্রমুখ।
এরপর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড: এজাজ আহমেদ মামুন এর নেতৃত্বে একটি শোক র্যালী উপজেলার ১৪ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এছাড়া উপজেলার আল¬ারদর্গায় খন্দকার এম.একাডেমী, নাসির উদ্দীন বিশ্বাস উচ্চ বালিকা বিদ্যালয়,গোয়ালগ্রাম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস উপলক্ষে আবৃতি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা এবং আলোচনা সভা ও গণ ভোজ অনুষ্ঠিত হয়।