দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের পিয়ারপুরে একটি ডিস লাইনের কন্ট্রোল রুম পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। মঙ্গল বার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী নাইট গার্ড শহীদ ইসলাম সজিব বলে, ১০/১২ জন দূর্বৃত্ত ভারি অস্ত্রে সজ্জিত হয়ে কন্ট্রোল রুমে আগুন ধরিয়ে দেয়। আমি ৪ জনকে চিনতে পেরেছি তারা হলেন আমজেদ কবিরাজের ছেলে জিয়া, মৃত ফজলুর ছেলে আরিফ ,রাহাতের ছেলে আজমত, আতর আলীর ছেলে আসকান।
ডিস কন্ট্রোল রুমের মালিক জাহিদ হোসেন জনি বলেন, পিয়ারপুর বাজারে অবস্থিত আমার সাব-কন্ট্রোল রুমে এর আগে চুরি হলে থানাতে অভিযোগ করলেও তার কোনো সঠিক তদন্ত হয়নি।
রাতে আবার আমার বাড়ির সামনে ডিস কন্ট্রোল রুমে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমার কন্ট্রোল রুম থেকে প্রায় ৩ হাজার গ্রাহকে সংযোগ দেওয়া আছে। আগুনে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। আমি এই বিষয়ের সঠিক তদন্ত করে বিচার দাবি করছি।
আরিফ বলেন, আমার সাথে কিছু দিন আগে জনিদের মারামারি হয়। আমি একটি মামলা করি, আমি কেন আগুন দিবো। তবে আগুন যারা দিয়েছে সঠিক তদন্ত করে আমিও তাদের বিচার চাই।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জাবিদ হাচান বলেন, ঘটনাটি আমি রাতে শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি