দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওযামীলীগের সভাপতি হেলাল উদ্দীন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কালিদাশপুরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীন ব্যাক্তিগত কাজ শেষ করে কালিদাসপুর বাজার থেকে পায়ে হেটে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে দু’জন দুর্বৃত্ত ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এ সময় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীনের আঘাত খুব গুরুতর না হলেও কিছুটা রক্তক্ষরণ হযেছে। তার শরীরে ডায়াবেটিস থাকায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে।
দৌলতপুর থানার ওসি এসএম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহত হয়েছেন বলে খবর পেয়েছি। তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি