মো: সাইদুল আনাম : কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে নাঈম (১৪) ও রিতু (১৫) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ রোববার বিকেল সোয়া ৩টার দিকে মিরপুর পৌর এলাকার রেল ব্রীজের দক্ষিণ পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত নাইম মিরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের আজিজুলের ছেলে এবং রিতু চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল শাহ্র মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিতু ও নাঈম মিরপুর বাজারের রেল ব্রীজ পার হওয়ার সময় খুলনা গামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই কিশোর-কিশোরীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খরব দিলে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
দূর্ঘটনার বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, ট্রেনটি চিলাহাটি থেকে খুলনা অভিমুখে যাচ্ছিল। নাঈম বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র এবং রিতু মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যানিকেতনের ১০ম শ্রেণীর ছাত্রী বলে তিনি জানান।