প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২২, ১০:১৬ পি.এম
হেমন্তে বাংলাদেশ
হেমন্তে বাংলাদেশ
খন্দকার জালাল উদ্দীন
মৃদু ছায়া-মায়ার আকাশ নীল
রদ্দুর ঝল মল দিন,
মাঝে মাঝে মেঘেদের খেলা
ধান কাটা চাষীদের মেলা।
চাষীদের হাসি রাখালের বাঁশি
দিগন্ত জোড়া ফসলের মাঠ,
সবুজ পাতার মাঝে দুলছে
কৃষকের সোনালী স্বপ্ন।
ফুলে ফুলে প্রজাপতির বিচরণ
বাতাসে শীতের শিহরণ,
জাগে নবান্নের উৎসব কৃশাণীর প্রাণে
সন্ধ্যা নেমে আসে বনে।
মাগো তোমার কোলে ঘুমায় আমি,
ও আমার দেশ সবুজ বাংলাদেশ।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি