দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের সাংবাদিক মো: সাইফুল ইসলাম (শাহীন)ও এসআর সেলিমের মাতা রাবেয়া খাতুনের কুলখানী অনুষ্ঠিত। এ উপলক্ষে মারহুমা রাবেয়া খাতুনের দৌলতপুর উপজেলা বাজারস্ত নিজ বাস ভবনে বাদ জুম্মা কুলখানী,দোয়া, বিশেষ মোনাজাতে ও মাদ্রাসার এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়। এসময় মসজিদের ইমাম ও অনন্যা মুসল্লি ও প্রতিবেশি সহ আত্মীস্বজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য রাবেয়া খাতুন গত ৩রা আগষ্ট বার্ধিক্য জনিত করেন তার নিজ বাস ভবনে মৃত্যু বরন করেন।