দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরের কৃতি সন্তান নাসির গ্রুপ অব ইন্ড্রাষ্ট্রিজের সত্বাধিকারী আলহাজ¦ নাসিরউদ্দীন বিশ^াস ১২ সেপ্টম্বর সোমবার সকাল ৯টার সময় ঢাকা এভার গ্রীণ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৭ বছর। দৌলতপুরের এই কৃতিসন্তান দেশবরেণ্য শিল্পপতি একাধারে নাসিরবিড়ি ইন্ডাাষ্ট্রিজলিঃ, নাসির টোব্যাকো ইন্ডাাষ্ট্রিজলিঃ, নাসির লিফ টোব্যাকো ইন্ডাাষ্ট্রিজলিঃ, বাংলাদেশ মেলামাইন, জাম্প কেডস্, নাসির গ্লাস ইন্ডাাষ্ট্রিজলিঃ, নাসির প্রিন্টিং প্যাকে জিং ইন্ডাাষ্ট্রিজ লিঃ, নাসির গ্লাসওয়্যার এ্যান্ড টিউবই ন্ডাাষ্ট্রিজলিঃ, নাসির এনার্জি সেভিং বাল্প ইন্ডাাষ্ট্রিজ লিঃ নাসির স্টার্চ কোম্পানী লিমিটেড এর কর্ণধারসহ নাসির উদ্দীন বিশ্বাস প্রথমিক বিদ্যালয় ১৩ ইউনিয়নে ১৪টি, নাসির উদ্দীন বিশ^াস গার্লস স্কুল এন্ড কলেজ, রহিমা বেগম একাডেমি, নাসিরউদ্দীন বিশ^াস মহাবিদ্যালয়, নাসির উদ্দীন বিশ^াস পলি টেকনিক্যাল, নাসির উদ্দীন বিশ^াস নার্সিং ইনষ্টিটিউট, আনোয়ারা বিশ^াস মা ও শিশু হাসপাতাল সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয় সোমবার বাদ যোহর ঢাকার গুলশান আজাদ জামে মসজিদে, এর পর দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয় তার নিজ হাতে তৈরী মির্জাপুওে নাসির গ্লাস ইন্ডাষ্ট্রিজে। অতপর কুষ্টিয়ার দৌলতপুওে মরহুমের নিজ বাড়ী আল্লার দর্গা ইদ্রিস আলী বিশ^াস ইসলামীয়া মাদ্রাসা ও গোরস্থানে রাত দশ টায় মরহুহের তৃতীয় জানাযা শেষে তাকে সমাহিত করা হবে।মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে,ভাই-ভাতিজা আত্বীয়স্বজন সহঅসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুকে দেশ একজন মহান সমাজসেবককে হারালেন। যিনি সারা জীবন সুনামের সহিত তার ব্যবসা পরিচালনার পাশাপাশি সমাজের জন্য তথা দেশের জন্য ছিলেন নিবেদিত প্রান। তার মৃত্যুতে দৌলতপুর বাসি একজন জন দরদি নক্ষত্রকে হারালো।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি