দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে বুধবার রাত ৮ টার পরে আল্লারদর্গা চামনায় এলাকা থেকে ১৫ বতল ফেন্সিডিল সহ ভেড়ামারা উপজেলার ধরমপুর গ্রামের মোমিন হোসেনের ছেলে মুন্নাকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপর থানা তদন্ত অফিসার মস্তফা হাবীব উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আল্লারদর্গা এলাকায় মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এস আই, সেলিম রেজা, এস আই সাব্বির আহমেদ, সঙ্গীয় ফোর্স সাকিল হোসেন, রজিত অভিযান পরিচালনা করে এক জনকে আটক করে। আটকের পরে তার দেওয়া তথ্য মতে জানতে পারে সে ভেড়ামারা উপজেলার ধরমপুর গ্রামের মোমিন হোসেনের ছেলে মুন্না (১৯)। আটককৃত মুন্নার পিঠে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করিলে ১৫ বতল ফেন্সিডিল পাওয়া যায়।
এ দিকে তারাগুনিয়া পল্লীবিদুৎ অফিসের সামনে এস আই মিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ভেড়ামারা উপজেলার বাঁধপাড়া গ্রামের মৃত নুর বক্স ছেলে আরিফ ও মালু কবিরাজের ছেলে ফরিদ আলীকে সন্ধ্যা অনুমানিক ৬ টার দিকে একটি মোটরসাইকেল সহ ৩ শত গ্রাম গাঁজা উদ্ধার করে। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি