দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মঙ্গল বাড়িয়া ল্যাব স্কয়ার এ.আর.এম.পি ওয়েল কেয়ার সোসাইটির সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সমাবেশে গ্রাম ডাক্তার বেল্লাল হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন আর.এম.পি ওয়েল কেয়ার সোসাইটির কেন্দ্রি মহাসচিব আলহাজ্ব মো: আমিনুল ইসলাম, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন কেন্দ্রিয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার কামাল হোসেন, কেন্দ্রিয় যুগ্ম সাধারন সম্পাদক মো: সুমন আলী, বিশিষ্ট সাংবাদিক মো: সাইফুল ইসলাম (শাহীন), গ্রাম ডাক্তার আলহাজ্ব মাহমুুদুন নাবী মিঠু, মো বাবুল হক, মো আব্দুল করিম, মো: আয়াতুল্লা খোমেনী, মো: আমিনুল ইসলাম, মো: মহিফুল ইসলাম হিটলার, মো: জামশেদ আলী পিন্টু, মো: তারেক আজিজ খান মো: অনিক হোসেন। আয়েজিত সমাবেশে প্রায় অর্ধশতাধিক গ্রাম ডাক্তার অংশ নেয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি