দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে নানা কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার(২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্নাঢ্য শোভা যাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়াম রুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে আলোচনা সভায় শেখ হাসিনার কর্মময় জীবনী তুলে ধরেন বক্তারা। আলোচনা সভায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ'লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ'র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক অ্যাড.শরীফ উদ্দিন রিমন, উপজেলা আ'লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন,যুগ্ন সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন, সাংগঠনিক সম্পাদক সরদার আতিয়ার রহমান আতিক,অ্যাড. নজরুল ইসলামসহ উপজেলা আ'লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি