দৌলতপুর প্রতিনিধিঃ দৌলতপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- কুষ্টিয়া-০৬) নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মোঃ আব্দুল জলিল মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান সরদার ও মোঃ ইসমাইল হোসেন।
নির্বাচন কমিশনের মাধ্যমে (৭ই সেপ্টেম্বর ইউনিয়নের কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। পরবর্তীতে ৭ই অক্টোবর নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে ২৪ জন মনোনয়নপত্র জমা দেন এরপর সাতজন মনোনয়ন পত্র প্রত্যাহার করেন পরে নির্বাচন কমিশন একমত পোষণ করে ১৭ জন কে প্যানেলের মাধ্যমে নির্বাচিত ঘোষণা করা হয়।
১৭ টি পদে নির্বাচিতরা হলেন, মোঃ বাবর আলী সভাপতি, মোঃতাহিরুল সহ-সভাপতি, মোঃ লাভলু বিশ্বাস সহ-সভাপতি, রাজু আহমেদ সাধারণ সম্পাদক, মোঃ শামসুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, মিন্টু আলী যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ বাবুল হোসেন সাংগঠনিক সম্পাদক, মোঃ আতিকুল ইসলাম কোষাধ্যক্ষ, মোঃ আরিফ আহমেদ প্রচার সম্পাদক, মোঃ মাজহারুল আনোয়ার দপ্তর সম্পাদক, মোঃ ওসমান গনি লাইন সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক, মোঃ শাহীন রেজা ক্রীড়া সম্পাদক, আনারুল ইসলাম কার্যনির্বাহী সদস্য, মোঃ ফিরাজুল ইসলাম কার্যনির্বাহী সদস্য, নাজমুল হোসেন কার্যনির্বাহি সদস্য, মোঃ আশিকুর রহমান কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটির নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশন সদস্য মোঃ আব্দুল মান্নান সরদার।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ভেড়ামারা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলাম শিপন, গাংনী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি আমিরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আজাদ-আল-শামীম উদ্যোক্তা প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি দৌলতপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।