দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী উপজেলা খাদ্য গোডাউন পাড়া গ্রামের আলাম বিশ্বাস চিনুর ছেলে মোস্তাফিজুর রহমান টুটুল কে গ্রেফতার কারা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, আমার নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশের ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান আছে। অবৈধ কোন ব্যবসার সাথে জড়িত থাকলে কোন ব্যক্তির কে ছাড় দেওয়া হবেনা।
নিয়মিত অভিযানে থানা পুলিশের অভিযানিক দল আমার নেতৃত্বে, এস আই সেলিম রেজা, এস আই সাব্বির হোসেন, এ এস আই হুমায়ন, এ এস আই আলামিন, কং জামিরুল ইসলাম, সাকিল হোসেন অভিযান পরিচালনা করে শুক্রবার দিনগত রাত অনুমানিক ১ টার সময় উপজেলা বাজার এলাকা থেকে মোস্তাফিজুর রহমান টুটুল কে গ্রেফতার করে । মোস্তাফিজুর রহমান টুটুল মাদক মামলায় যাবৎ জীবন সাজাপ্রাপ্ত আসামী। টুটুলকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি