খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত পলাতক আসামী শীর্ষ সন্ত্রাশী ও মাদক ব্যবসায়ী হাবু ওরফে হাবলু অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। দীর্ঘ কয়েক বছর পর পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। সে প্রায় ২ ডজন মামলার আসামি।
শনিবার (৮অক্টোবর) দৌলতপুরে মাদক, অস্ত্র, গ্রেফতারী পরোয়ানা এবং সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অভিযানে ওসি মজিবুর রহমানের নির্দেশে এস আই মেহেদী হাসান ও এ এস আই জাহিদুজ্জামান সন্ধায় পাকুড়িয়া গ্রাম হতে সন্ত্রাসী হাবুকে আটক করে।
দৌলতপুর থানা পুলিশের ইনচার্জ মজিবুর রহমান প্রেস ব্রিফিং এ জানান, হাবু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী তার নামে দৌলতপুর থানায় ২২ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এর মধ্যে মাদক মামলায় ৩টি, মাদক ও অস্ত্র মামলায় ১টি, মাদক মামলায় ১২টি, হত্যা মামলায় ১টি ও অন্যান্য মামলায় পরোয়ানা ৫টি। তাকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল। সে ছদ্দবেশ ধারণ করে বিভিন্ন স্থানে আস্তানা গড়ে মাদকের কারবার করে আসছিল। বিশেষ সোর্সের মাধ্যমে জানতে পারি হাবু দৌলতপুর থানাধীন পাকুড়িয়া এলাকায় তার বসত বাড়ীতে অবস্থান করছে, সে সূত্র ধরে হাবুকে শনিবার (৮অক্টোবর) সন্ধায় পাকুড়িয়া গ্রাম হতে আটক করা হয়েছে।
এলাকাবাসী জানান, হাবু উপজেলার পাকুড়িয়া ভাংগা পাড়া গ্রামের হানিফ মন্ডলের ছেলে। সে দীর্ঘদিন ধরে হেরোইন, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের কারবার করে আসছে। হাবু এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই মাদক ব্যবসার রাজত্ব কায়েম করছিল বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে পার্শ্ববর্তী ভারতে পালিয়ে গিয়ে আত্মগোপন করে থাকতো। সে কারনে হাবু থেকে যেতো পুলিশের ধরাছোঁয়ার বাইরে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি