খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরের বহুল আলোচিত জনতা কো-অপারেটিভ সোসাইটি ও জনতা সঞ্চয় ঋনদান সমবায় সমিতি লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক কথিত সাংবাদিক, দূর্নীতিবাজ, জনতার গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ কারী খন্দকার আবুল কালাম আজাদ (৫৫) কে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা ঢাকার কল্যানপুর থেকে আটক করেছে। খন্দাকার আবুল কালাম আজাদ কুষ্টিয়ার দৌলতপুর নিজ এলাকা ছাড়াও দেশের ভিভিন্ন স্থানে অফিস স্থাপন কওে, প্রায় সাত শহস্রাধিক গ্রাহকের নিকট থেকে কয়েক শত কোটি ঢাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ঢাকায় আত্ম গোপন করে ছিল। অতিষ্ঠ গ্রাহকের দৌলতপুর থানা ছাড়াও অন্যান্য থানায় প্রায় অর্ধশতাধিক মামলা করে। সে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী। এ ব্যাপারে দৌলতপুর ওসি মজিবুর রহমান জানান, তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ৩৬টি পেন্ডিং ওয়ারেন্ট মামলা রয়েছে। দূর্নীতিবাজ খন্দকার আবুল কালাম আজাদ দৌলতপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ নজরুল ইসলামের জামাতা। খন্দকার আবুল আজাদ এর আটকের সংবাদে গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ ব্যাপারে র্যাব ঢাকায় বুধবার সাংবাকি সম্মেলন করেছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি