খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পাকুরিয়া গ্রামে আকদুলের গরুর ফার্ম থেকে ৬ গরু ছিনতায়। জানাগেছে ২২ অক্টোবর শনিবার রাতে এ ঘটনা ঘটে। এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ছয় গরু ছিনতাই করে নিয়ে যায় এবং আকদুলকে মারাত্বক আহত করে। আহত আকদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদিকে জামালপুর বিজেপি ক্যাম্প ইনচার্জ সুবেদার আব্দুল মান্নানের নেতৃত্বে বিজেপি পাকুরিয়া আশ্রম প্রকল্প এলাকা থেকে ছয়টি গরু উদ্ধার করে বলে জানা গেছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি