খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুরে রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শেখ রাসেল গাদন খেলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টার সময় রিফায়েতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে ট্রাক শ্রমিক গাদন একাদশ ও দিঘলকান্দি গাদন একাদশ খেলায় অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন, প্রবীন নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান হারেজ উদ্দিন,কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল ইসলাম, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
নির্ধারিত সময়ে খেলার ফলাফল শূন্য থাকাতে ট্রাইব্রেকারে দিঘলকান্দী গাদন একাদশ জয়লাভ করেন।
জয়লাভ করায় প্রধান অতিথির হাত থেকে প্রথম পুরুষ্কার ওয়ালটন ফ্রিজ পান দিঘলকান্দী গাদন একাদশ ও রানারআপ ট্রাক শ্রমিক গাদন একাদশ দ্বিতীয় পুরুষ্কার ওয়ালটন টিভি পান।