দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার শেহালা বাদালপাড়া গ্রামের মৃত ফুল চাঁন মন্ডলের ছেলে ইন্দাদুল হক এর ১৬ শতাংশ জমির কাঁচা ধান ও মেহগনি গাছ কেটে নিয়েছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।
এ বিষয়ে এলাকাবাসী বলেন সারা বছর প্ররিশ্রম করে আবাদ করে সেটাই ঘরে তুলে আমরা আমাদের খাদ্যের সমস্যার সমাধান করি। ফসল যদি রাতের আঁধারে কেটে দেয়, তাহলে আমাদের আর নিরাপত্তা থাকে কোথায়। আজ ইন্দাদুলের ধান কেটেছে কাল আমার কাটবে। তাই তদন্ত-পূর্বক সঠিক বিচার দাবি করছি আমরা।
ইন্দাদুল হক বলেন আমি একজন অসহায় কৃষক, পরের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে থাকি । গত ২৭ তারিখ রাত্রে পূর্ব শত্রুতার কারণে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোতালেবের ছেলে বকুল ও নাড়া মোল্লার ছেলে আলফাজ এর নেতৃত্বে তিনটা মেহগনি গাছ কাটে। আমি দৌলতপুর থানায় একটি জিডি করলে ২৮ তারিখ রাতে আবার আমার শেহালা বাগ গাড়ির মাঠে বর্গাকৃত জমির ১৬ শতাংশ, জমির কাঁচা ধান কেটে দেয়। এ বিষয়ে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। তদন্ত করে আমি এ বিষয়ে বিচার দাবি করছি। এ ছাড়াও সন্ত্রাসী বকুলের নামে অভিযোগ দেয়ার কারণে আমার বাড়িতে এসে খুন জখমের হুমকি দিয়ে গেছে। এটি আমি তদন্তপূর্বক বিচারের দাবি করছি।
এ বিষয়ে নাড়া মোল্লার ছেলে আফজাল বলেন আমরা এই ধান কাটা বা গাছ কাটার সঙ্গে জড়িত নয়, আমাদের ষড়যন্ত্র মূলক ফাঁসানোর জন্য অভিযোগটা দেয়া হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ হয়েছে থানাতে তদন্ত পূর্ব ব্যবস্থা নেওয়া হবে।