দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পোড়ার দিয়াড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আনু ৩১ অক্টোবর সোমবার সকাল ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ সোমবার বাদএশা কোল দিয়াড় মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়, এ সময় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা শিক্ষা সহকারী অফিসার সজিবুর রহমান, আল্লারদর্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম,প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান ও ফিরোজ খাঁন নূন,সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। আমিরুল ইসলাম একজন সুসাহিতিক, কবি, গীতিকার, আর্টিস্ট সহ বিভিন্ন গুনে গুণান্বিত ছিলেন। পোড়ার দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি শিক্ষকতা করে আসছিলেন,মুত্যু কালে বয়স হয়েছিল ৫৬ বছর। জানাজার নামাজে এলাকার শিক্ষকবৃন্দ আত্মীয়-স্বজন সহ বিভিন্ন সুধী মহল অংশগ্রহণ করে। মৃত্যুকালে স্ত্রী এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে এলাকার ছাত্র-ছাত্রী শিক্ষকসহ ছোট বড় সকলেই গভীর সমবেদনা প্রকাশ করেন।