খন্দকার জালাল উদ্দীন : দৌলতপুরে অনুষ্ঠিত হলো জেল হত্যা দিবসের আলোচনা সভা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।
৩ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভকেট সরওয়ার জাহান বাদশাহ্ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভকেট শরিফ উদ্দিন রিমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, ডিএম সাইফুল ইসলাম শেলি, যুগ্ম-সাধারণ সম্পাদক সর্দার তৌহিদুর ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভকেট এজাজ আহমেদ মামুন, সাংগঠনিক সম্পাদক, ছাদিকুজ্জামান খান সমন, সর্দার আতিয়ার রহমান আতিক, এ্যাডভকেট নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা আলম রিগান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ ।
উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় চার নেতার আদর্শে উজ্জীবীত হয়ে রাজনীতি করতে হবে। এসময় তারা জাতীয় চার নেতার প্রতি স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করবে সেই প্রত্যাশাও ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর চার জাতীয় নেতাকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।