খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুরে পি বি আই সিরাজগঞ্জ টিম এর অভিযানে মার্ডার মামলার পলাতক আসামি সিরাজগঞ্জ সদর উপজেলা মৃত নুরুল ইসলাম এর ছেলে রকি কে একটি বিদেশি পিস্তল ম্যাগাজিন সহ ৫ রাউন্ড গুলি ও তার সাথে থাকা সোহানকে প্রাইভেট কার সহ আটক করেছে।
পুলিশ পরিদর্শক (এডমিন) গোলাম কিবরিয়ার নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক মোঃ মাহাবুব মোরশেদ খানের সহযোগীতায় সঙ্গীয় অফিসার এস আই ইমরান হোসেন, এস আই জাহাঙ্গীর আলম,এস আই আশিকুর রহমান,এস আই আব্দুল খালেক,এস আই সোহরাব হোসেন ও কং মিঠু আহমেদ সোমবার রাত অনুমানিক ৯ টার দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা বাজার থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার মৃত নুরুল ইসলাম এর ছেলে রকি কে একটি বিদেশি পিস্তল ম্যাগাজিন সহ ৫ রাউন্ড গুলি ও তার সাথে থাকা সোহানকে প্রাইভেট কার সহ আটক করেছে।
এ সময় পুলিশ পরিদর্শক মোঃ গোলাম কিবরিয়া বলেন, মার্ডার মামলার পলাতক আসামি রকি দীর্ঘ দিন যাবত আত্মগোপনে ছিলেন । আমরা জানতে পারি সে কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান পরিচালনা করে তাকে একটি প্রাইভেট কার যাহার নাম্বার ঢাকা মেট্রো -গ - ১৫-৫৬২৯ ও তার নিজ কমরে গোঁজা অবস্থায় একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন পাঁচ রাউন্ড গুলি সহ তাকে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে আটক করি । এ সময় তারা সাথে থাকা সঙ্গীয় দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের সোহান নামে এক জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি