খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুরে বুধবার দুপুরে সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতাদের আয়োজনে দৌলতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় খুচরা বিক্রেতারা দাবি করেন আমরা চাহিদা মত সার না পাওয়ায় চাষিদের সার দিতে পারিনা।
খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মজনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সেন্টুর সঞ্চালনায়, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদর ইউনিয়ন চেয়ারম্যান মহিউল ইসলাম মহি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখা সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিশ্বাস।
এ সময় সরকার অনুমোদিত খুচরা বিক্রেতারা বলেন, দৌলতপুর উপজেলায় ১২৬ জন খুচরা সার বিক্রেতাদের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে সার পৌঁছাতে পারে খুব সহজে। এমন কি প্রান্তিক কৃষকরা খুচরা সার বিক্রেতাদের কাছে থেকে সার বাঁকিতে নিয়েও চাষ আবাদ করে থাকে। দৌলতপুর উপজেলায় বি সি আই সি’র মাধ্যমে সার সঠিক ভাবে বিতরন না হওয়াতে খুচরা সার বিক্রেতারা সময় মত সার পাচ্ছে না। ফলে কৃষকের চাষ আবাদ ব্যহত হচ্ছে। সারের সঠিক বন্টন এর মাধ্যমে সরকারে খাদ্য উৎপাদনের লক্ষ্য মাত্রা ঠিক রাখতে ও কৃষকদের ভোগান্তি কমাতে সকলকে এক সাথে কাজ করার আহ্বান করেন তারা।
এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলার খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, দৌলতপুর উপজেলা শাখার অধিকাংশ সদস্য।