দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউপির ভাগজোত গ্রামে অটোরিকশা উল্টেএকই পরিবারে ৮ জন আহত হযেছে বলে জানা গেছে।
আহতদের দৌলতপুর হাসপাতালেভর্তি করা হয়েছে। জানাযায় গত বৃহস্পতিবার সকালেউপজেলার রামকৃষ্ণপুর ইউপিরভাগজোত গ্রামের আহাদ মোল্লা (৫৬) তার পরিবারের ৮ সদস্য নিযে এলাকায়নাদিমের অটোরিকশা ভাড়া করে তারাগুনিয়া এলাকায় এক আত্মীয় মারা গেলে সেখানেএসে দাফন সম্পন্ন করে পরিবারের লোকজন নিয়েবাড়ি ফিরার পথে নিজ অটোরিকশারড্রাইভার অন্য ভ্যান গাড়ি কে সাইড দিতে যেয়েইনিয়ন্ত্রণ হরিয়ে ভেলেরাস্তার পাশে থাকা বিদ্যুৎতের খুটিতে ধাক্কা দিলে গাড়ি চালক নাদিম (৩৬) সহআহাদ মোল্লা (৫৬), তার পিতা নিজাম মোল্লা (৭৬) মাতা আছিয়া খাতুন (৬৪)মিনারুর (৪৫), রাজিযা খাতুন (৪৫), রিংকী খাতুন (১৯) সহ তার পরিবারের ৮ জনমারাত্মক ভাবে আহত হয়েছে। এলাকাবাসী আহতদের দ্রুত উদ্ধার করে দৌলতপুরহাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে অটোরিকশা চালক নাদিম ও নিজাম মোল্লাআশংকাজনক অবস্থাই রয়েছে বলে কর্তব্যরক্ত ডাক্তার জানিয়েছেন ।