দৌলতপুর প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুর এরিষ্টোফার্মা লিঃ এর উদ্যোগে গ্রাম ডাক্তারদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় প্রতিবন্ধী অটিজম বিদ্যালয় মিলানায়তনে আয়াজিত কর্মশালায় বি.সি.ডি. এস এর নির্বাহী সদস্য ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব আবু সাঈদ মোহাম্মদ আজমল হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়ার নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুল মান্নান,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এরিষ্টোফার্মা লিঃ এর আর.এস.এম.এ.এস.এম.শফিক, বিশিষ্ট সাংবাদিক আর.এম.পি.সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম (শাহীন),
এস.পি.ও. মোঃ রেজাউল করিম, এফ.এম. মোঃ খায়রুল ইসলাম এ কর্মশালার সার্বিক পরিচলানা ও সঞ্চালন করেন, মেসার্স শান্তা মেডিক্যালের প্রোপাইটার ডাঃ মোঃ হেলালউদ্দিন সহ উক্ত কর্মশালায় দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত গ্রাম ডাক্তার অংশ নেয়।