জহুরুল হক : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রথমবারের মত মরহুম আফাজ উদ্দিন আহমেদ প্রাথমিক শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় দৌলতপুর গার্লস কলেজে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমুহের পঞ্চম শ্রেণীর ৩১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুষ্ঠিযা-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আফাজ উদ্দিন আহমেদ এর নামে এ বছরই প্রাথমিক মেধাবৃত্তি চালু করা হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, আফাজ উদ্দিন আহমেদ প্রাথমিক মেধা শিক্ষাবৃত্তি‘প্রবর্তক, আফাজ উদ্দিন আহমেদ এর কনিষ্ঠ পুত্র ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল জব্বার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সজিবুল ইসলাম প্রমুখ।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি