খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী সালাউদ্দিন বাবুর দাফন সম্পন্ন হয়েছে। জানাগেছে রবিবার দিনগত রাতে অসুস্থতা অনুভব করলে গাজী সালাউদ্দীন বাবুকে চিকিৎসার জন্য দৌলতপুর হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার হার্ড স্টক জনিত সমস্যা উল্লেখ করে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার পথে সকাল অনুমানিক ৮ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪০ বছর। সোমবার বিকাল ৪ টা ৩০ মিনিটে ডি.জি.এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে দাড়েরপাড়া গবড়গাড়া কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। বাবুর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো বলে দাবি করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।