খন্দকার জালাল উদ্দীন : অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে সম্পদ সম্প্রসারণ, স্বাস্থ্য, সামাজিক অন্ত র্ভুক্তি করণ ও অর্থনৈতিক অবস্থার ইতি বাচক পরিবর্তন ঘটিয়ে তাদের সামাজিক ক্ষমতায়ন ও সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্তকরণ এর উদ্দেশ্যে সাজেদা ফাউন্ডেশনের উত্তরণ কর্মসূচির কার্যক্রম শুরু করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।
২৩ নভেম্বর সকাল ১১ ঘটিকায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা সম্মেলন কক্ষে সাজেদা ফাউণ্ডেশনের উত্তরণ কর্মসূচির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ নূরুল আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু নাসির, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শায়খুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এস.এম মাহমুদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের উত্তরণ কর্মসূচির টিম লিড মোঃ আনজারুল ইসলাম, ভেড়ামারা এরিয়া অফিসের এলাকা ব্যবস্থাপক (বির্বতন) মোঃ কামরুল ইসলাম খান ও শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান শাহিন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি