খন্দকার জালাল উদ্দীন : সমপ্রতি নিউইয়র্কের বন্ক্সের নিরব রেস্টুরেন্টে আম্বিয়া অন্তরা ও হালিম চৌধুরী সহ সবার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্ত্বে , সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় । এ সময় আম্বিয়া অন্তরা সম্পর্কে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার মোহাম্মদ এন. মজুমদার ( মাষ্টার অফ ল) , সমিতির ট্রাষ্টীবোর্ডের সদস্য মোঃ হাফিজুর রহমান, মাসুদুল ইসলাম, উপদেষ্টা মোঃ আহসান দুলাল, সাধারন সম্পাদক আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, একেএম রহমান মাসুম, আব্দুল্লাহ যুবায়ের, কবি জুলি রহমান, মহিমাতুজ্জোহুরা, মেহেরুন সহ অন্যান্য সদস্যও অতিথিবৃন্দ । সবাই আম্বিয়া অন্তরাকে একজন সংগঠক , লেখিকা, মিষ্টিমুখ, দক্ষ ক্যামেরা পার্সন, সাংবাদিক ও সহজ সরল মিশুক একজন মেয়ে হিসেবে উল্লেখ করেন । এছাড়া উনি আবার সুস্থ হয়ে যেন আগের অবস্থায় ফিরে আসেন এই কামনা করেন। আলোচনা সভার শেষে সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে সমিতির সদস্য ও অথিতিদের প্রচন্ড ঠান্ডার মাঝে এই অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য অসংখ্য ধন্যবাদ জানান এবং আম্বিয়া অন্তরা আপা সংগঠনে তার ভূমিকা তুলে ধরার পাশাপাশি উনি সহ সকলের সুস্থতা কামনা করেন । এরপর দোয়া মাহফিল পরিচালানার জন্য ইমাম মোঃ ওবায়দুল হক কে আহ্বান করেন। ইমাম সাহেব ইসলামিক কিছু আলোচনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই মিলে উনাদের জন্য দোয়া করেন এবং সেই সাথে সংগঠনের সদস্যাসহ সবার সুস্থতার জন্য দোয়া করা হয় ।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি