খন্দকার জালাল উদ্দীন: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ২৩ নভেম্বর রাত ১২.২০ সময় চিলমারি চর এলাকায়, ৮৪/২-এস পিলার হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ডিগ্রি চর এলাকায়,৪৭ ব্যাটালিয়নের অধিন চিলমারীর চর পিওপি’র হাবিলদার শেখ আজাদ হোসেনের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে পরিচালনা কালে, এক ভারতীয় নাগরিক আটক হয়। হাবিলদার শেখ আজাদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত নাগরিকের নাম মোঃ জিললু মন্ডল হিটলার, (৩৪) পিতা মোঃ আব্দুস সামাদ মন্ডল, গ্রাম: রায়পাড়া, থানা: জলঙ্গি, জেলা: মুর্শিদাবাদ। আটককৃত ভারতীয় নাগরিকের কাছে ১৯০ পিস ভারতীয় ইয়াবা, ভারতীয় ১০০ রুপি জব্দ করা হয়। যার বাংলাদেশের মূল্য প্রায় ৫৭ হাজার টাকা। আসামিকে গ্রেফতার করে ২৪ নভেম্বর দৌলতপুর থানায় সোর্পদ্দ করা হয়েছে এবং মাদক ও অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।