খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে শনিবার বিকালে আল্লারদর্গা বাজারে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু জি.এম. কাদেরের বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক সাবেক খাদ্য প্রতিমন্ত্রীর কোরবান আলীর ছেলে শাহরিয়ার জামিল জুয়েল এর সার্বিক পরিচালনায় ও উপজেলা জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক আবু বক্করের সভাপতিত্বে, প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি সভাপতি নাফিজ আহমেদ খান টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চাঁদু, আব্দুল আল মামুন পিয়ার, শামিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক এস এম আনুয়ার, জাতীয় সেচ্ছাসেবেক পার্টির সাধারণ সম্পাদক মাসুম সরকার, জাতীয় সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবু হানিফ, দৌলতপুর উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক আব্দুস সাত্তার, দৌলতপুর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক নূরুন নবী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহজাদা, মহাবুল ইসলাম সহ আর উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা কর্মী বৃন্দ।
শাহরিয়ার জামিল জুয়েল ও নাফিজ আহমেদ খান টিটু সহ বক্তারা বলেন, রাজনীতির বর পূত্র জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপ-নেতা জনবন্ধু জি এম কাদেরের বিরুদ্ধে হয়রানি মূলক যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই প্রতিবাদে কুষ্টিয়া তথা ৬৪ জেলার পল্লী বন্ধুর সৈনিকরা আজ ক্ষুব্ধ। রাজনৈতির ভাগ্য আকাশে যখন মেঘের ঘনঘটা দূর্নীতি, দূর্শাসন, লুটপাট ও এক ব্যক্তির শাসন চলছে ঠিক সেই সময় দুই দল খেলা হবে হবে রাজনৈতিক বক্তব্য ছড়াচ্ছে।
কিন্তু আমরা পল্লী বন্ধুর সৈনিকেরা হুশিয়ারী দিয়ে বলতে চাই সারা বাংলাদেশে জাতীয় পার্টি এই দুই দলকে লাল কার্ড দেখাবে শুধু সময়ের অপেক্ষা। সকল ষড়যন্ত্র কারিদের পদদলিত করে পল্লী বন্ধুর সৈনিকেরা জন বন্ধু জি এম কাদেরের হাত ধরে নতুন উদ্যম জাতীয় পার্টি এগিয়ে যাবে এবং সরকার গঠন করবে ইনশাআল্লাহ।