দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রয়াত নেতা “আফাজ উদ্দিন আহমেদ প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি” পরিচালনা কমিটির আয়োজনে পুরস্কার বিতরণ করেছেন। বুধবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াত নেতা আফাজ উদ্দিন আহমেদের সুযোগ্য পুত্র দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল জব্বার, দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা সিদ্দিকা। এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আফাজ উদ্দিন আহমেদ ছিলেন দৌলতপুরের একজন বর্ষীয়ান নেতা, গণমানুষের নেতা, আমার নেতা ছিলেন তিনি, ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। গত বছরে করোনা আক্রান্ত হয়ে তিনি মারা যান। এ বছর থেকেই আফাজ উদ্দিন আহমেদ প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেন তার সুযোগ্য সন্তান দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। এবছর ২ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি প্রদান করা হয় । দৌলতপুর উপজেলায় সর্বমোট ৩১ জন শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।