দৌলতপুরে যুবলীগের উদ্দোগে যুবলীগ নেতা বাবু'রা স্মরণ সভা অনুষ্ঠিত
খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলা দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রয়াত গাজি সালাউদ্দিন বাবুর স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য বীর মুক্তিযোদ্ধা জান মুহাম্মাদ এর সভাপতিত্বে ও রিপন আলীর সার্বিক সহযোগীতায় ডি.জি.এম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মঙ্গলবার বিকাল ৪ টার সময় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকতিয়ার রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী,মিজানুর রহমান কাবুল, মিজানুর রহমান নিজা, কলেজ ছাত্রলীগের নেতা মইনুল হাচান শান্ত সহ যুবলীগ, ছাত্রগীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
স্মরণ সভায় প্রধান অতিথি বুলবুল আহমেদ টোকন চৌধুরী হাজার হাজার নেতা কর্মী নিয়ে উপস্থিত হয়ে প্রথমে প্রায়ত নেতা বাবুর কবর জিয়ারত করেন এবং স্মরন সভায় তার বক্তব্যে টোকন চৌধুরী উল্লেখ করেন, সালাউদ্দিন বাবু দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ ছিল। দৌলতপুর ইউনিয়নে বিএনপি দ্বারা সংগঠিত গরু চুরি,বাড়িতে ডাকাতি, রাতের আঁধারে মানুষকে জিম্মি করে তুলে নিয়ে মুক্তিপন আদায় সহ বিএনপি'র বিভিন্ন অপকর্ম কে রুখে দিয়েছিলেন। তার মৃত্যুতে এই অঞ্চলের মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ সময় তিনি আরো বলেন বাবু'র মৃত্যু হয়েছে বলে বিএন পি’রা যেন মনে না করে এই অঞ্চলে আগের মত চুরি ডাকাতের সহ বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালিত করবে । এমন ভাবলে বিএনপি’রা ভুল করবে। আমি টোকেন চৌধুরী জীবিত থাকা পর্যন্ত বিএনপি’র কোনো নীল নকশা বাস্তবায়ন হতে দেব না, এই দৌলতপুরের মাটিতে। আলোচনা সভা শেষে বাবুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি