খন্দকার জালাল উদ্দীন :: কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার ভোরে বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে, শহীদবুদ্ধি জীবীদের প্রতিশ্রদ্ধা জানানো হয়।
ভোরে সাবেক এমপি ও দৌলতপুর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মো: রেজাউল হক চৌধূরী নেতৃত্বে সহস্রাধিক নেতা কর্মী নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদবুদ্ধি জীবীদের প্রতিশ্রদ্ধা জানানোর পর ফতেহা পাঠ করে দোয়া করেন।
দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদেও নেতা কর্মী ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতিশ্রদ্ধা জানান। এছাড়াও দৌলতপুর উপজেলা আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাজানান।
বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।
দৌলতপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনের সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ বাবলু, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন,যুগ্নসাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁনসুমন, সর্দার আতিয়ার রহমান আতিক, এ্যাড. নজরুল ইসলাম, প্রচার সম্পাদ কমির্জা আলম রিগান, মহিলা বিষয়ক সম্পাদক সোনালী খাতুন আলেয়া, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা আবু আফফান, বীরমুক্তিযোদ্ধা কাওছার আলী, প্রধান শিক্ষক মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান ও আব্দুস সাত্তার। পওে শহীদ বুদ্ধিজীবী সহ সকল শহীদদেও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।