খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর মরিচা ইউনিয়নের নদীভরাট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আর এম পিওয়েল কেয়ার সোসাইটির উদ্যোগেসম্মেলন ও কর্মশালাঅনুষ্ঠিত। বুধবার দুপুরে মরিচা ও জুনিয়াদহ ইউনিয়নের সম্মেলন ও এরিস্টোফার্মালিঃ এর গ্রাম ডাক্তারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রাম ডাক্তার মোঃ ফেরদৌস হোসেনের সভাপতিত্বে,আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আর এমপি’র কেন্দ্রিয় কমিটির সহসভাপতি মোঃ সুমন আলী, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও থানা সভাপতি মোঃ মহিফুল ইসলাম হিটলার কেন্দ্রীয় তথ্য ও গবেষনা সাহিত্য সম্পাদক সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), এরিষ্টোফার্মালিঃ এর এস এম মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র এরিয়াম্যানেজার মোঃ খারুজ্জামান, দৌলতপুর থানা শাখা আরএমপি’র সাংগাঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী। সম্মেলনে গ্রাম ডাক্তার মোঃ ফেরদৌস হোসেন কে সভাপতি ও মোঃ নান্টুরাজ কে সাধারন সম্পাদক এবং জুনিয়াদহ ইউনিয়নের মোঃ মোস্তাফা কামালকে সভাপতি ও মোঃ শামীম আহাম্মেদ কে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয। উক্ত সম্মেলনে প্রায় অর্ধশতাধিক গ্রাম ডাক্তার অংশ নেয়।