দৌলতপুর প্রতিনিধ : কুষ্টিয়ার দৌলতপুরে জমি-জমা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক আব্দুল মজিদ নামের এক ব্যক্তি। সে উপজেলার মধুগালিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
ভুক্তভোগী আব্দুল মজিদ জানান, শরিকানা সম্পত্তি ভাগাভাগি নিয়ে আমার আপন দুই ভাই কামাল হোসেন ও বাবুল দীর্ঘদিন ধরে আমাকে নানা ভাবে হয়রানি করে আসছে। আমাদের জমি জায়গা সঠিকভাবে ভাগ বন্টন না করেই তারা আমার লাগানো গাছ গাছালি বাঁশঝাড় কেটে নিয়েছেন। আমি তাদের ভাগ বন্টন করে গাছ জমি জায়গা বিক্রির কথা বললে, গত ২৬ নভেম্বর আমার ভাই কামাল আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং,মেওে ফেলার হুমকি ধামকি দেয়। তখন থেকে আমি খুব আতঙ্কগ্রস্ত হয়ে আছি। কারন আমার ভাই কামাল পুলিশে চাকরি করে, সে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমাকে হামলা মামলার হুমকি দিয়ে আসছে। আমি চাই আমাদের এই শরিকানা সম্পত্তি সঠিকভাবে ভাগ বন্টন হোক। কিন্তু তারা কোনভাবেই ভাগ বন্টন না করেই আমাকে দীর্ঘদিন যাবত হয়রানি করে আসছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুগাড়ি গ্রামের বর্তমান ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, তাদের আব্দুল মজিদের সঙ্গে তার অন্য ভাইদের দীর্ঘদিন যাবৎ সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। তারি ধারাবাহিকতায় গত ২৬ তারিখে আমার দোকানের সামনে আব্দুল মজিদকে তার ভাই কামাল অকাট্ট ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকি দেয়। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে চাই তাদের এই জমি জমা সংক্রান্ত বিরোধের সঠিক সমাধান হোক। তা না হলে জীবন নাশের মত ঘটনা ঘটতে পারে। ঘটনার বিষয় জানতে অভিযুক্ত কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।