খন্দকার জালাল উদ্দীন : ভারতের মরুটিয়া থানার গান্ধীনা ফুলবাড়ি সীমান্তে বিজিবি ও বিএসএফ – এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি সূত্রে জানাগেছে ২৬ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় ভারতের আমন্ত্রনে ভারত সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি-এর পক্ষে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার ইমারত হোসেন পি.জি.বি.এম.বর্ডার গার্ড-৪৭, কুষ্টিয়ার অধিনায়ক মোঃ আরিফুল হক পিএসসি, বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ ইসতিয়াক পিএসসি, এ্যাডিশনাল ষ্টাফ অফিসার আবু সাইদ মোহাম্মদ মেহেদী হাসান, উপ পরিচালক-৪৭ বিজিবি -মোঃ জিয়াউর রহমান, নায়েব সুবেদার মোঃ আন্জু মিয়া ভারতের পক্ষে ছিলেন ডিআইজি সেক্টর কমিন্ডার শ্রী-রাজেস কুমার মিস্রা, শ্রী-নন্দন কুমার বিসথ কমান্ডেন্ট ৮৪- বিএসএফ ব্যাটালিয়ন, শ্রী-সুরেন্দ কুমার,কমান্ডেন্ট ৮৬-বিএসএফ ব্যাটালিয়ন,টুআইসি অরবিন্দ কুমার প্রমুখ।
পতাকা বৈঠকস্থলে বাংলাদেশ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পৌঁছালে বিএসএফে’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করেন। উভয় দেশের বরণ প্রক্রিয়া শেষে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে কাজিপুরের শহীদদের গনকবরে পুস্পস্তবক অর্পন করেন দুই দেশের সেক্টর কমান্ডার মহোদয়। পরে বিএসএফ-এর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন সেক্টর কমান্ডার মহোদয়কে।
দীর্ঘ দুই ঘন্টা সময় ব্যাপি রূদ্ধদার পতাকা বৈঠক চলে। এ বৈঠকে দু’দেশের সীমান্ত সুরক্ষা,সীমান্তে শান্তি-সৃংখলা বজায়ে পরস্পরের সৌহার্দ্য পূর্ণ সহোযোগিতার ব্যপারে ঐক্যমতে পৌছান বলে জানান সেক্টর কমান্ডার মহোদয়।