খন্দকার জালাল উদ্দীন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুব সংঘের উদ্দোগে ও মাহি ফ্যাশন এর সৌজন্যে বিকেল ৩ টায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল জব্বার,হোগল বাড়িয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সেলিম চৌধুরী ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন আল্লার দর্গা বাজার কমিটির সভাপতি মো: হাবিবুর রহমান লস্কর। এ ছাড়া এলাকার রাজনৈতিক নেতা সুধি বৃন্দ সহ এলাকার অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন। প্রথমে যে দল দু’টি অংশ গ্রহণ করে, তারা হলো চুয়াডাঙ্গা জেলা একাদশ বনাম রাজশাহী জেলা একাদশ। প্রথম দিনের খেলায় চুয়াডাঙ্গা জেলা একাদশ ২ শূন্য গোলে জয় লাভ করেছে।