খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ১ জানুয়ারী রবিবার বিকালে জাতীয় পার্টির বর্ণাঢ্য র্যালী ও শুভাযাত্রার মধ্য দিয়ে ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আল্লারদর্গা বাজারে জাতীয় পার্টির অফিস চত্বরে আলোচনা সভা ও সভা শেষে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু হানিফ এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলীর ছেলে শাহরিয়ার জামিল জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আল মামুন পিয়ার, দৌলতপুর উপজেলা জাতীয় পাটির্র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, আতাউল গনি, চিল মারি ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলাম , দৌলতপুর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক নূরুন নবী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহজাদা, মহাবুল ইসলাম সহ উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা কর্মী বৃন্দ।
শাহরিয়ার জামিল জুয়েল বলেন, পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ আজকের এই দিনে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন , আজ দেখতে দেখতে ৩৭ বছর পার হয়ে গেল। কালের মহা নায়ক গ্রাম বাংলার উন্নয়নের রূপকার পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টি গৌরব ঐতিহ্য, সংগ্রাম প্রতিঘাত ও প্রতিবাদ এর মধ্য দিয়ে এর মধ্যে ৩৬ বছর অতিবাহিত করে ৩৭ এ পদার্পণ করল । ইংরেজি নতুন বছরে তৃণমূল পল্লী বন্ধু সৈনিকদের উদার্ত আহ্বান জাতীয় পার্টি সব বিভেদ ভুলে নতুন উদ্যমে পল্লী মাতার পৃষ্ঠপোষকতায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ জন বন্ধু জি এম কাদেরের বলিষ্ঠ নেতৃত্বে পার্টি এগিয়ে যাবে ইনশাল্লাহ। জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী তে জাতীয় পার্টির পক্ষ থেকে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।