প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৩, ৬:১৫ পি.এম
দৌলতপুরে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি
আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য মাহাবুল হক জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।
রবিবার রাত ৮.৩০ মিনিটে শশীধরপুর গ্রামে 'জনতার মুখোমুখি জনপ্রতিনিধি' শীর্ষক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজ প্রতি আব্দুল হান্নানের সভাপতিত্বে
ব্যতিক্রমি এ অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় যুবকেরা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড মেম্বার মাহাবুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার রুহুল আমিন, ৭ ও ৮ নং ওয়ার্ড মেম্বার রবিউল ইসলাম ও আসাদুল ইসলাম।
এছাড়াও আর উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের গন্যমাণ্য ব্যক্তিবর্গ ।
এ সময় ৯ নং ওয়ার্ডের সাধারণ মানুষেরা বলেন, মাহাবুল হক মেম্বার তার সকল মালামালের হিসাব নিয়ে যে জনগনের সামনে এসেছে তা দেখে আমরা অভিভূত। এই ধরনের জনপ্রতিনিধি সমাজের সকল জায়গায় দরকার। আমরা দেখলাম সরকারি বরাদ্দকৃত মালের থেকে সে অনেক গুণ বেশি মালামাল বিতরণ করেছে। সে মেম্বার হওয়ার পূর্বে মানুষকে নিয়ে কাজ করত আমরা চাই আল্লাহ তাকে এই ধারাবাহিকতা ধরে রাখার শক্তি দান করুক।
এ সময় মাহাবুব হক তার মেম্বার হিসাবে শপথ নেওয়ার পর এক বছরের আয় ব্যয় জনতার মাঝে তুলে ধরেন। এ সময় তিনি বলেন একটি ওয়ার্ডের জন্য ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দকৃত মালামাল যে পরিমানে আসে তা চাহিদার তুলনায় অনেক কম। এবং মেম্বারদের যে সম্মানী দেওয়া হয় তাও একেবারে কম বলে
দাবি করেন । তিনি আর বলেন আমার সরকারের কাছে দাবি মেম্বারদের জন্য একটু উল্লেখযোগ্য সম্মানীয় ব্যবস্থা করা হোক। এ সময় তিনি পরিষদ থেকে পাওয়া মালামালের প্রমাণসহ এবং বিতরণকৃত মালামালের প্রমাণসহ সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি