মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ স্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাপায় মোস্তফা নামের (৫৫) একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪ টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা হোসেনাবাদ গ্রামের বাসিন্দা। সে স্থানীয় বাজারে একটি পরিবহনের টিকেট কাউন্টারে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকেল সোয়া ৪ টার দিকে মোস্তফা হোসেনাবাদ বাজারের একটি গুড়ের দোকানের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ষ্টিয়ারিং ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তফা কে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘটনার পরপরই ঘাতক ট্রলির ড্রাইভার পালিয়ে যায়। ঘাতক ট্রলিিিট একই এলাকার আসলাম হোসেনের বলে জানা গেছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি